যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা–মেয়ে নিহত

নুর মোহাম্মদ খান লিটু -যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতরা হলেন রুবেল হোসেন (৩২) ও তাঁর মেয়ে ঐশী (১০)। রুবেল হোসেন খুলনার মজগুন্নী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় রুবেল হোসেনের স্ত্রী জেসমিন (২৮), ছোট মেয়ে তায়েবা (৪) এবং আরও দুই পথচারী আহত হয়েছেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসনাত জানান, রুবেল হোসেন তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি শার্শার বহিলাপোতা গ্রাম থেকে খুলনার মজগুন্নীতে ফিরছিলেন। পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লোকাল বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় রুবেল ও তার মেয়ে ঐশী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সেটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Apr 3, 2025 - 23:15
 0  3
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা–মেয়ে নিহত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow