যশোরে সাগর হত্যা মামলার আসামি আফজাল র‌্যাবের হাতে গ্রেফতার

যশোর প্রতিনিধি: যশোরের চাঞ্চল্যকর ও ক্লুলেস সাগর হত্যা মামলার আসামী আফজাল হোসেনকে, গতকাল বুধবার (৯ই অক্টোবর) রাত ৯.১০ মিনিটের সময় ঝিকরগাছার শিমুলিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর। মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, মোঃ সাগর হোসেন একজন বালু ও মাটি ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে তার সাথে ব্যবসা নিয়ে দ্বন্দ চলে আছে। গত ০৭/১০/২০২৪ ইং তারিখ অনুমান ৪.০০ ঘটিকায় ব্যক্তিগত প্রয়োজনে যশোর কোতয়ালী মডেল থানাধীন আমদাবাদ বাজারে যায় এবং একই তারিখ অনুমান ৫.২০ ঘটিকায় আমদাবাদ বাজার থেকে ব্যক্তিগত মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে একই দিনে ৫.৩০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন বালিয়া ভেকুটিয়া বাজারে পৌছাইলে কিছু দুস্কৃতিকারী অতর্কিতভাবে হামলা করে ভিকটিমের পায়ে,বুকে ও মাথায় (জিআই পাইপ,লাঠি,হাতুড়ি) দিয়ে আঘাত করে দুস্কৃতিকারী ঘটনাস্থল থেকে দ্রুত পলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থল হতে সাগরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে গত ০৮/১০/২০২৪ ইং তারিখ অনুমান ১.৩০ ঘটিকায়সে মারা যায়। উক্ত হত্যা সংক্রান্তে ভিকটিমের ভাই কোতয়ালী মডেল থানায় ১ টিম হত্যা মামলা রুজু করলে মামলাটি গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প উক্ত হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য ছায়া তদন্তে নামে। র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফ্লাঃ লেঃ মোঃ রাসেল এক প্রেস রিলিজের মাধ্যমে জানান একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন শিমুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী আফজাল হোসেন (৫২)কে গ্রেফতার করে। সে যশোর কোতোয়ালি থানার চাদপুর গ্রামের মৃত মোক্তার আলী বিশ্বাসের ছেলে এবং উক্ত হত্যা কান্ডের সাথে জড়িত আসামী দের গ্রেফতারে অভিযান অব্যহত আছে। গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যা কান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে এবং সে জানায়, বালু মাটি ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল এবং ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে আসামীগন একত্রিত হয় মোঃ সাগর হোসেন (৩৪)’কে হত্যা করার জন্য। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

অক্টোবর 10, 2024 - 15:36
 0  3
যশোরে সাগর হত্যা মামলার আসামি আফজাল র‌্যাবের হাতে গ্রেফতার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow