যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল টাক মাথা ঈগল

যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের অলংকার টাক মাথাওয়ালা ঈগল অবশেষে দেশটির জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। এর আগে কংগ্রেসের উভয় কক্ষেই বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। গত জুলাই মাসে সিনেটর অ্যামি ক্লোবুচার এ বিষয়ক একটি বিল উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়। পরবর্তীতে হাউসেও বিলটি অনুমোদন পায়। অবশেষে প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষরের মধ্য দিয়ে সাদা মাথাওয়ালা ঈগল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পেল। ১৭৮২ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের নকশায় সাদা মাথাওয়ালা ঈগল অন্তর্ভুক্ত করা হলেও, এতদিন এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

ডিসেম্বর 26, 2024 - 19:25
 0  3
যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল টাক মাথা ঈগল

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow