যুদ্ধের মাঝে ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০
মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশটিতে এ পর্যন্ত ৯১৩ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশেষকরে, সংক্রমিত মশার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাস। তবে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এই ভাইরাস ছড়ায় না। এমনকি ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ লোকের কোনো লক্ষণ-ও প্রকাশ পায় না। যদিও সংক্রমিতদের মধ্যে প্রায় ২০ শতাংশ জ্বর, মাথা ব্যথা এবং শরীরের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ অনুভব করতে পারে।
আপনার অনুভূতি কী?