রাজবাড়ীর গোয়ালন্দে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ও চার্জারসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধ—রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান ও ৯টি ভ্যানের চার্জারসহ মোঃ সোহান শেখ (২১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খোলাবাড়ীয়া এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে । সোহান শেখের দখল থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও ৯টি ভ্যানের চার্জার উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সেলিম মোল্যা সংগীয় ফোর্সসহ দৌলতদিয়া পোড়াভিটা শহিদ শিকদারের হোটেলের সামনে পাকা রাস্তা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। তাকে মঙ্গলবার দুপুরে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।

মার্চ 26, 2025 - 20:11
 0  5
রাজবাড়ীর গোয়ালন্দে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ও চার্জারসহ একজন গ্রেপ্তার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow