রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবারও নার্সদের ৫ঘন্টার কর্মবিরতি।

রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে আজ বুধবার (৯ অক্টোবর) আবারও কর্মবিরতি শুরু করেছেন নার্সরা। সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সগণ কর্মবিরতি পালন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরে পরিচালক পদে পূর্ণ দায়িত্ব না দিয়ে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করে। এ কারণে ফের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচির ঘোষণা দেন, তার অংশ হিসেবে গত মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন এবং বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালের ন্যায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কর্মবিরতি পালন করেন নার্স ও মিডওয়াইফরা। তবে জরুরি বিভাগ, জরুরি সেবাসমুহ এ কর্মসূচির বাইরে রয়েছে। উল্লেখ্য - নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন সকল নার্সগণ ।

অক্টোবর 9, 2024 - 16:59
 0  3
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবারও নার্সদের ৫ঘন্টার কর্মবিরতি।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow