রামপালে ওয়ার্ল্ড ভিশনের ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্লাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ইকরামুল হক রাজিব স্টাফ রিপোর্টার রামপাল রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র বাল্য বিয়ে, শারীরিক শাস্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তকরণে ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্লাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১নভেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রামপাল এরিয়া প্রোগ্রাম’র আয়োজনে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুফতী মাওলানা শাইখ মুহাম্মাদ উছমান গনি(যুগ্ন মহাসচিব, জাতীয় ইমাম সমিতি,ঢাকা)। অনুষ্ঠানটি উপস্থিত থেকে পরিচালনা করেন - রামপাল এসিও সিনিয়র ম্যানেজার- লিটন মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন পল্টান বিশ্বাস, হাফেজ মাওলানা শেখ আঃ হান্নান,উপজেলার ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন - প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় পবিত্র কুরআনের আলোয় নৈতিক নীতিমালা প্রণয়ন করতে হবে। প্রতিবন্ধীদের অবহেলা করা যাবে না।বাল্য বিয়ে ও শিশু শ্রম প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজে সবার অধিকার নিশ্চিত করতে হবে।এই লক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমাদের সাথে কাজ করে যাচ্ছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানাই সুন্দর কাজের জন্য।

নভেম্বর 11, 2024 - 17:07
 0  3
রামপালে ওয়ার্ল্ড ভিশনের ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্লাটফর্ম গঠন বিষয়ক  কর্মশালা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow