রাশিয়ার কারাগারে ইউক্রেনীয় নারী সাংবাদিকের মৃত্যু
রাশিয়ান কারাগারে মৃত্যু হয়েছে ইউক্রেনের সাংবাদিক ভিক্টোরিয়া রোশসিনার। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক চিঠির মাধ্যমে ভিক্টোরিয়ার বাবাকে তার মৃত্যুর খবর জানায়। সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, চিঠিতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে নিহত ইউক্রেন ও রাশিয়ার সৈন্যদের মরদেহ বিনিময়ের সময় একজন সাংবাদিকের মরদেহ ফেরত দেয়া হবে। সেখানে সাংবাদিকের মৃত্যুর তারিখ উল্লেখ করা ছিল ১৯ সেপ্টেম্বর। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোন ব্যাখা দেওয়া হয়নি। এর আগে, ২০২৩ সালের আগস্টে, ইউক্রেন থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক ভিক্টোরিয়া রোশসিনা। ইউক্রেনের যে অঞ্চল থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন, সেটি বর্তমানে রাশিয়ার দখলে। তবে ভিক্টোরিয়া নিখোঁজের ৯ মাস পর তাকে আটকের খবর নিশ্চিত করে রাশিয়ান কর্তৃপক্ষ। তবে তাকে আটকের কোনো কারণ তখন জানানো হয়নি। তার বয়স হয়েছিলো ২৭ বছর।
আপনার অনুভূতি কী?