লেবাননে এক ঘণ্টায় ১২০ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

মাত্র এক ঘণ্টার ব্যবধানে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রায় ১২০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস-হিজবুল্লাহ হামলার প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে সোমবার (৭ অক্টোবর) এ হামলা চালায় ইসরায়েল। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, এসব লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের আঞ্চলিক ইউনিট, ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনী এবং গোয়েন্দা অধিদফতর রয়েছে। অন্যদিকে, ইসরায়েলি শহর হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে প্রায় ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ ও হামাস। হাইফার বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা চালায় সশস্ত্র সংগঠন দুটি। তবে, আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়েছিল। তবে এসব রকেট ধ্বংস করতে ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছিল।

অক্টোবর 8, 2024 - 11:23
 0  2
লেবাননে এক ঘণ্টায় ১২০ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow