লোহাগাড়ায় চাঁদ রাতের আনন্দ উৎসব ।
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম। আজ রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন দেশবাসীঃ ঈদুল ফিতরের আগের রাতটি চাঁদের আলোয় উদ্ভাসিত হয়, যা সকলের মনে আনন্দ ও আশার সঞ্চার করে। সাধারণত ঈদ আনন্দ শুরু হয়ে যায় চাঁদ রাত থেকেই এই রাতটি সম্প্রীতির বার্তা নিয়ে আসে, সকলকে একত্রিত করে প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে। এবার চাঁদ রাতের ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায়৷ চাঁদ দেখার পর আজ সন্ধ্যায় ৮টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ঈদ আনন্দ মিছিল বের হয়। লোহাগাড়ার সর্বসাধারণের ব্যানারে এই মিছিল মাশাবি রেষ্টুরেন্টে সামনে শেষ হয়। এই মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছে।

আপনার অনুভূতি কী?






