শ্যামনগরে সাবেক ইউপি সদস্য ও আ- লীগনেতা শহিদুল ইসলাম আটক।

 শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর গাবুরা ইউনিয়নের মুদি দোকানে চাদাবাজী করার অভিযোগে শ্যামনগর থানার ২৯/১১/২৪ তারিখে ১৬ নং সামলায় উক্ত ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক মেম্বর ও আওয়ামীনেতা শহিদুল ইসলাম কে আটক পুর্বক মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।  তারা বিরুদ্ধে চাদা বাজী,ঘের দখল সহ নানাবিধ অভিযোগ রয়েছে বলে জানা গেছে।  শ্যামনগর থানা পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে,উপজেলার গাবুরা এলাকার মুদি ব্যবসায়ী আমির আলীর ছেলে আলম হোসেন বাদী চাদা বাজী ও সন্ত্রাসী করার অভিযোগে মামলা দায়রে করেন। উক্ত মামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে সাবেক মেম্বর শহিদুল ইসলাম কে তার বাড়ী থেকে আটক করে শ্যামনগর থানা পুলিশ। এ বিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন,একাধিক অভিযোগ থাকায় তাকে আটক করা হয়েছে। 

Apr 8, 2025 - 15:22
 0  7
শ্যামনগরে সাবেক ইউপি সদস্য ও আ- লীগনেতা শহিদুল ইসলাম আটক।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow