সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি রিজভীর

জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে গণতান্ত্রিক চর্চা যেন বিচ্যুত না হয়, এজন্য সর্তক থাকতে হবে অর্ন্তবর্তী সরকারকে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গুম, খুন ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার সংবিধানকে কেটে তার মতো করে সাজিয়েছে। তাই সংবিধান ও বিচার বিভাগের সংস্কার খুবই জরুরি। এসব সংস্কারে বেশি সময় লাগার কথা নয়। বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায়। নিজেদের আধিপত্য বিস্তারে শেখ হাসিনাকে চায় পাশ্ববর্তী দেশটি। তিনি আরও বলেন, ভারতে দুর্গোৎসবকে কেন্দ্র করে ইলিশ পাঠানো হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। ভারতে ইলিশ রফতানিতে বিএনপি কখনও বিরোধিতা করে না। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশিদের নিয়ে কটুক্তি করেন, বাংলাদেশের মানুষ তাতে আবেগপ্রবণ হতেই পারে।

Sep 25, 2024 - 15:59
 0  3
সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি রিজভীর

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow