সাতক্ষীরার কালিগঞ্জে “হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং” ক্ষুব্ধ গ্রামবাসী  —

⬛ কার্পেটিং রাস্তায় অনিয়ম  ⬛ এলজিইডি কর্মকর্তার গাফিলতি  ⬛ নিন্মমানের সামগ্রী ব্যবহার  ⬛ ঠিকাদার কর্তৃক দায়সারা কাজ ⬛ কাজের মান নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী  মোঃ ইব্রাহিম খলিল।।।সাতক্ষীরার কালিগঞ্জে সদ্য নির্মানকৃত কার্পেটিং রাস্তার পিচ হাতের টানেই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর হোগলা মোড় হতে নেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১.৫ দেড় কিলোমিটার রাস্তা সংস্কার কাজের জন্য সরকারি ভাবে বরাদ্দ আসে ১ কোটি ৩৯ লক্ষ টাকা। কাজটি “ট্রেড ভক্স এন্টারপ্রাইজ” নামীয় ঠিকাদার প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়া হয়। কাজটির তত্বাবধানে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি'র কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার কর্তৃক নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক সংস্কারের নামে দায়সারা কাজ সম্পন্ন করেছেন। কাজের মান ভালো না হওয়ায়  সদ্য সমাপ্ত কার্পেটিং রাস্তার বেশ কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে গেছে। তারা আরও অভিযোগ তুলে বলেন, ঠিকাদারের লোকজন গাছের পাতা ও ময়লা-আর্বজনা পরিষ্কার না করেই যেনতেন ভাবে কাজ সমাপ্ত করেছেন। নিয়ম অনুযায়ী কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে প্রাইম কোট দিয়ে পিচ ঢালাইয়ের কাজ হওয়ার কথা। তা না করে গাছের পাতা ও ময়লার ওপরই চলেছে কার্পেটিংয়ের কাজ। অভিযোগ আছে, রাস্তা সংস্কার কাজে বিটুমিন ব্যাবহার না করায় রাস্তার পিচ উঠে যাচ্ছে। এছাড়া,  এলজিইডি'র পক্ষ থেকে সঠিকভাবে তদারকি না করায় টেকসই রাস্তা নির্মান হয়নি সেকারণে রাস্তার এমন খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিকাদার কর্তৃক যেনতেন ভাবে দায়সারা কাজ সম্পন্ন করায় গ্রামবাসীরা এখন রীতিমতো ক্ষুব্ধ। এলজিইডি'র ভাষ্য মতে, কাজের মান খারাপ হলে পুনরায় করে দিবে ঠিকাদার। তবে ঠিকাদারের দাবি সঠিক নিয়মে কাজ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর হোগলা মোড় হতে নেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার করা হয়। কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠান ট্রেড ভক্স এন্টারপ্রাইজ সম্পন্ন করে। এসময় সড়কের বিভিন্ন অংশের পিচ ঢালাই উঠে গেছে নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথেই। হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে পিচ। এলজিইডি সূত্রে জানা গেছে, চলতি বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় ১.৫ কিলোমিটার সড়কের সংস্কার অনুমোদন হয়। কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বা‌সিন্দা শেখ আলাউদ্দিন আহমেদ বলেন, কাজ খুবই নিম্নমানের হয়েছে। হাতের টানের সাথেই উঠে যাচ্ছে পিচ। এছাড়া রুটির মতোই রোলিং হয়ে গাড়ীর চাকার সাথে উঠে যাচ্ছে। এদিকে, সড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, নিম্নমানের বিটুমিন, বালু, পাথরের মিশ্রণে কাজ করায় যানবাহন চলাচলের সময় চাকার সঙ্গে অনেক জায়গার কার্পেটিং উঠে যাচ্ছে। এ বিষয় ঠিকাদার প্রতিষ্ঠান ট্রেড ভক্স এর আনিছুর রহমান মুঠোফোনে আলাপকালে বলেন, উপজেলা ইঞ্জিনিয়ার কাজটি তদারকি করেছেন। যেভাবে কাজ ধরা আছে ঠিক সেভাবেই কাজটি করা হচ্ছে। কোন অনিয়ম করা হয়নি। এ বিষয় কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ মুঠোফোনে আলাপকালে বলেন,  সংস্কারকাজে কোনো অনিয়ম হলে পুনরায় কাজ করে দিবে ট্রেড ভক্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আনিছুর রহমান। তিনি আরও বলেন, কিছু বকাটে পোলাপান শাবল দিয়ে পিচ উঠিয়েছে। আমরা অতি শীঘ্রই দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো

জানুয়ারি 15, 2025 - 21:14
 0  3
সাতক্ষীরার  কালিগঞ্জে “হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং” ক্ষুব্ধ গ্রামবাসী  —

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow