সাফজয়ীদের সাথে নাস্তার টেবিলে প্রধান উপদেষ্টার খোলামেলা আলোচনা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌহার্দ্যপূর্ণ এবং খোলামেলা আলোচনা করেছেন সাফজয়ী নারী ফুটবলাররা। জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুটবলারদের সকালের নাস্তায় আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে সাফজয়ীদের কথা মনোযোগ সহকারে শোনেন অন্তর্বর্তী সরকার প্রধান। তারা আবাসন-অনুশীলনে সমস্যা, বেতন কাঠামো পরিবর্তনসহ নানা বিষয় তুলে ধরেন। সবার সমস্যার কথা শুনে লিখিত আকারে দেয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। ফুটবলাররও যত দ্রুত সম্ভব তা পৌঁছে দেয়ার কথা জানান। প্রধান উপদেষ্টা কী বলেছেন, এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘স্যার (ড. ইউনূস) খুবই উৎসাহ জুগিয়েছেন। বলেছেন, জয়ের ধারা অব্যাহত রাখতে হবে’। পরে প্রধান উপদেষ্টাকে প্রতিটি খেলায়াড়ের সাইন করা জার্সি এবং ফুটবল উপহার দেয়া হয় বলেও জানান আসিফ মাহমুদ। সহকারী কোচসহ বাফুফের কেউ অনুষ্ঠানে আমন্ত্রিত না থাকা নিয়েও প্রশ্ন আসে। ক্রীড়া উপদেষ্টা বলেন, যে ২৫ জনের তালিকা তার কাছে এসেছিল, তা ধরেই আমন্ত্রণ জানানো হয়। সেখানে সহকারী কোচের নাম ছিল না। আর বাফুফে সভাপতি দেশে নেই বলেও জানান তিনি। আসিফ মাহমুদ আরও বলেন, ক্রীড়াক্ষেত্রের মূল স্টেকহোল্ডার খেলোয়াড়রা। তারাই সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে। এতদিন যা পেতো কমিটির সদস্যরা। খেলোয়াড়দের দুই মাসের বেতন বকেয়া উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সালাউদ্দিন সাহেবের কমিটি নেই। বাফুফেতে নতুন কমিটি এসেছে। তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে যাতে এমন না হয়, সে বিষয়েও গুরুত্ব দেয়া হবে’।

নভেম্বর 2, 2024 - 13:18
 0  3
সাফজয়ীদের সাথে নাস্তার টেবিলে প্রধান উপদেষ্টার খোলামেলা আলোচনা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow