সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ব্যাপক উত্তেজনা

সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে। পরস্পরের সঙ্গে দুই দেশের প্রতিনিধি বাগবিতণ্ডায় জড়িয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৈঠকে সিরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। আসাদ সরকারকে সহযোগিতা করায় রাশিয়ার সমালোচনাও করেন মার্কিন প্রতিনিধি। তিনি বলেন, বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল-শামের (এইচটিএস) যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সন্ত্রাসী তালিকাভুক্ত। মার্কিন প্রতিনিধি আরও বলেন, সিরিয়ায় গোষ্ঠীটি যা করছে, তা কোনোভাবেই সমর্থন করে না যুক্তরাষ্ট্র। একইসঙ্গে, রুশ সমর্থনে আসাদ বাহিনী যা করছে, তার প্রতিও সমর্থন নেই ওয়াশিংটনের। এরই প্রেক্ষিতে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার সমালোচনা করার সৎ সাহস যুক্তরাষ্ট্রের নেই বলে কটাক্ষ করেন রুশ প্রতিনিধি। উল্লেখ্য, গত ২৭ নভেম্বর থেকে এইচটিএসের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা শুরু করে। প্রায় এক দশক পর তারা সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর দখল নিতে থাকে। সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর বেশির ভাগ দখল এখন বিদ্রোহীদের হাতে।

ডিসেম্বর 4, 2024 - 17:07
 0  3
সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ব্যাপক উত্তেজনা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow