সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ১টি হ্যান্ড গ্রেনেড নিস্ক্রিয় করা হয়েছে
খালেদ আহমেদ - সিলেট থেকে,।।। ০৯/০১/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা, মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-সিটি এন্ড সিসি) জনাব সাহাদত হোসেন এর তত্ত্বাবধানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের টিম ইনচার্জ সার্জেন্ট আবু বক্কর শাওন এবং এস আই মিল্টন রায় চৌধুরী সহ বোম্ব ডিস্পোজাল টিম সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন বাউরবাঘ গ্রামের পিয়াইন নদীর পাড়ে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া একটি হ্যান্ড গ্রেনেড নিস্ক্রিয় করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের এএসআই(নিঃ)/মোঃ ইকতিয়ার, এএসআই(সশস্ত্র) নজরুল ইসলাম,৮ এএসআই(নিঃ)/আনোয়ার হোসেন, কং/আলী আহমদ হাসান সহ গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যবৃন্দ
আপনার অনুভূতি কী?