স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় হয়েছে,  বাংলাদেশ আজ মুক্ত: জিএম সিরাজ

ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, “দীর্ঘ ১৭ বছর আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি, জেল খেটেছি, নেতাকর্মীরা খুন-গুম হয়েছে। আজ সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি, বাংলাদেশ আজ মুক্ত।” তিনি বলেন, “শেখ হাসিনার বিদায়ের পর দেশের মানুষ নতুন আশার আলো দেখছে। তাদের প্রত্যাশা পূরণে আমাদের এগিয়ে আসতে হবে। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—প্রতিহিংসার রাজনীতি নয়, অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। খুন-গুমের শিকার পরিবারগুলোকে সহযোগিতা করতে হবে এবং অপরাধীদের সঠিক বিচার নিশ্চিত করতে হবে।” বুধবার বিকেল ৫টায় বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে পাঁচথুপি নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম খান টুন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল। যুবদল নেতা সুমন খন্দকারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি ছানোয়ার হোসেন, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি হায়দার আলী হিন্দোল, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, গোলাম মাহবুব প্যারিস, মোখফিজুর রহমান বাচ্চু, আকতার আলম সেলিম, অ্যাডভোকেট এজানুর রহমান ঠান্ডু, এনামুল হক শাহীন, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক নুরে আলম জুয়েল, শাহীন আলম, আব্দুল কাইয়ুম টগর, হাসানুল করিম পুটু, রাশেদুজ্জামান উজ্জল, আল আমিন, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, মনিবুর রহমান, জাহাঙ্গীর আলম লিটন, মাহমুদুল হাসান সুমন, জাহিদুল ইসলাম মধু, আলফিজুর রহমান স্বপন, মাহবুব-উল-হক রনজু, আবু বকর খান, আতিকুর রহমান শিতল, আরাফাত রহমান জনি, রাজু আহম্মেদ, মোশারফ হোসেন, আশাদুল ইসলাম, আলম হাসান, রাসেল মাহমুদ, মিশুক বাবু সম্রাট, একে মিনু ও আরও অনেকে।

Apr 10, 2025 - 22:21
 0  5
স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় হয়েছে,  বাংলাদেশ আজ মুক্ত: জিএম সিরাজ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow