সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীসহ তিনজনের

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক মানসিক ভারসাম্যহীনসহ তিনজন প্রাণ হারিয়েছেন।রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এবং বালিথা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ওসি রূপল চন্দ্র দাস দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, বাবুল হোসেন (৩০), শারমিন আক্তার (২৮) ও সুভাষ লোহাকার (৭৪)। এর মধ্যে বাবুল হোসেন ও শারমিন আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। উভয়ে ধামরাইয়ে মাহমুদা আ্যাটায়ার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, রাতে মানিকগঞ্জ লেন হয়ে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচ বাড়ৈ এলাকায় বাথুলি এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দম্পতি। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৯টার দিকে মহাসড়কের বালিথা এলাকায় অজ্ঞাত বাস চাপায় সুভাস লৌহকার (৭৫) নামে এক পথচারী নিহত হন।নিহতের পরিবারের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, নিহত সুভাস লৌহকার মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মানিকগঞ্জের উচুটিয়া এলাকার সাগর লৌহকারের ছেলে। গোলড়া হাইওয়ে থানার ওসি রূপল চন্দ্র দাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ফেব্রুয়ারি 17, 2025 - 11:23
 0  7
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীসহ তিনজনের

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow