আ.লীগ আমলে পা, এবার দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতার হাত হারালেন।
মো. নুরতাজুল ইসলাম সৈকত, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ফকির মিরাজুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা ডান হাতের কব্জি হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১টার দিকে কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মিরাজুল ইসলাম কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। অপর আহতরা হলেন তার ভাই ইমরান ফকির এবং প্রতিবেশী বাবুল শরিফ। স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজুল ফকির তার ভাই ও বাবুল শরিফের সঙ্গে বসেছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে মিরাজুল ফকিরের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তার সঙ্গীরাও মারাত্মকভাবে জখম হন। প্রথমে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, এর আগেও এক হামলায় মিরাজুল ইসলাম পা হারিয়েছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

আপনার অনুভূতি কী?






