শ্যামনগরে মহিষের শিং এর গুতায় ৬ ব্যক্তি আহত—
মোঃ আব্দুর রহিম, শ্যামনগর সাতক্ষীরা থেকে।। সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের সীমান্তবর্তী বৈশখালী গ্রামে সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি মেম্বার আমিনুর রহমান বলেন, স্থানীয় গ্রামবাসীরা কয়েকজন মিলে মহিষটি কিনে নিয়ে আসে জবাই করে তার মাংস বিক্রি করার লক্ষ্যে। সকালে মহিষ টি জবাই করার সময় হঠাৎ দড়ি ছেড়ে যায়। একপর্যায়ে হিংস্র মহিষ টি আশেপাশে যারা ছিল তাদের ওপর আক্রমণ চালায়। একপর্যায়ে ওই গ্রামের ৬ ব্যক্তি মহিষের শিং এর গুতায় গুরুতর আহত হয়। আহতরা হলেন, বৈশখালী গ্রামের করিম গাজীর ছেলে বিল্লাল হোসেন, শমসের মোড়লের ছেলে মিজান মোড়ল, জুম্মান গাজীর ছেলে হামিদ গাজী, নূরুজ্জামান গাজীর ছেলে ইব্রাহিম গাজী, অনিমেষ মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল ও গোলাম রব্বানী। এদিকে স্থানীয় কাসেম গাজী জানান, পাগলা মহিষের আক্রমণে আহতদের কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, আহতরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের মধ্যে গুরুতর আশঙ্কা অবস্থা থাকায় বিল্লাল নামের এক ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
আপনার অনুভূতি কী?