আ.লীগ নেতা রফিক তালুকদার এক রাতেই হয়ে গেলেন বিএনপি মুখ! এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

আমতলী (বরগুনা) প্রতিনিধি:-বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা ক্যাপ্টেন মোঃ রফিকুল ইসলাম তালুকদার (অবঃ) একসময় ছিলেন আওয়ামী লীগের পরিচিত মুখ। চাকরিজীবনে আওয়ামীপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিত এই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অবসরের পর সক্রিয় হন আওয়ামী লীগের রাজনীতিতে। জানা গেছে, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির ২০১৯-২০২২ মেয়াদে ৩০ নম্বর সদস্য হিসেবে তালিকাভুক্ত ছিলেন। বিষয়টির প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় আওয়ামী লীগ নেতা। স্থানীয় সংসদ সদস্য ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে তোলা তার একাধিক ছবি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এমনকি তার বিরুদ্ধে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগও রয়েছে। তবে গত ৫ আগস্টের রাজনৈতিক পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গেই বদলে যান তিনিও। রাতারাতি হয়ে যান বিএনপি! এখন বিএনপির বিভিন্ন প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতার পাশে দাঁড়িয়ে প্রাথমিক সদস্যপদ গ্রহণের ফর্ম পূরণ করতে দেখা গেছে তাকে। এমন ছবি প্রকাশের পর স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে— একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতা কিভাবে হঠাৎ বিএনপির সদস্য হতে পারেন? কেউ কেউ নিন্দাও প্রকাশ করেছেন। জানা যায়, গত ৭ ডিসেম্বর আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণের সময় তিনি উপস্থিত ছিলেন। এ সময় তার সাথে ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতারও ছবি ছড়িয়ে পড়ে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া ৩ এপ্রিল আওয়ামী লীগের সাবেক এই নেতার বিএনপির সদস্যপদ গ্রহণের ছবি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা কাগজপত্র একসাথে ভাইরাল হলে নতুন করে বিতর্ক শুরু হয়। সমালোচনায় কেউ কেউ লিখেছেন— “টাকা থাকলে সবই সম্ভব!” এ বিষয়ে বক্তব্য জানতে ক্যাপ্টেন (অব.) মোঃ রফিকুল ইসলাম তালুকদারের ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৭৮৩৩৭৭৭৯৮) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “বিএনপির ৩১ দফা দাবির সাথে যে কেউ একমত হয়ে লিফলেট বিতরণ করতে পারেন, চাইলে আপনিও পারেন। এতে করে তিনি বিএনপি নেতা হয়ে যান না।” তিনি আরও বলেন, “মোঃ রফিক তালুকদার বিএনপির সদস্য কি না, তা দলীয়ভাবে জানা নেই। বরগুনা-আমতলী-তালতলী আসনে এখনো কারো মনোনয়ন চূড়ান্ত হয়নি।”

Apr 5, 2025 - 19:09
 0  6
আ.লীগ নেতা রফিক তালুকদার এক রাতেই হয়ে গেলেন বিএনপি মুখ! এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow