ছয় ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের- ১৬টি জলকপাট

৬ ঘণ্টা খোলা থাকার পর আবারও বন্ধ করে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। রোববার (২৫ আগস্ট) সকাল আটটার দিকে গেটগুলো আংশিক খুলে দেয়া হয় বলে জানিয়েছিলেন পিডিবি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার আব্দুর জাহের। তিনি জানান, হ্রদের পানির উচ্চতা শনিবার বিকেলে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৭ দশমিক ৭ ফুট উচ্চতায় পৌঁছায়; যা বিপৎসীমার কাছাকাছি। সে কারণে লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হয়। প্রতি সেকেন্ডে ছাড়া হয় ৯ হাজার কিউসেক পানি। ছয় ঘণ্টা গেট খোলা রাখার পর গেটগুলো পুনরায় বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।

আগস্ট 25, 2024 - 19:54
 0  4
ছয় ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের- ১৬টি জলকপাট

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow