ঐতিহাসিক জয় আন্দোলনে নিহতদের উৎসর্গ করল- বাংলাদেশ

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে গড়ে উঠা আন্দোলনে নিহত হয়েছে অসংখ্য মানুষ। রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়টা নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের এই জয় ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের প্রতি উৎসর্গের কথা বলেছেন অধিনায়ক শান্ত। পুরস্কার বিতরণী আয়োজনে নাজমুল হোসেন শান্তকে ডাকলেন সঞ্চালক বাজিদ খান। মাইক্রোফোন হাতে এগিয়ে এসে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমি কি কিছু বলতে পারি?’ এরপর তিনি বাংলায় ছোট্ট করে বললেন, স্মরণীয় এই জয় তারা উৎসর্গ করছেন ছাত্র-জনতা আন্দোলনে প্রাণ হারানো মানুষগুলোর জন্য। এর আগে টেস্ট শুরুর আগে তিনি জানান, একটা খারাপ পরিস্থিতি পার করেছে দেশ। অনেকে প্রাণ হারিয়েছেন। পাকিস্তানে ম্যাচ জিতে দেশের মানুষের ওই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে চান তারা। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম জয়। শেষ দিনে টাইগার বোলারদের তোপে সফরকারীদের বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয় শান মাসুদের দল। জাকির-সাদমানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। পাকিস্তানে ১৪ টেস্টে বাংলাদেশের প্রথম জয় এটি। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে ২১ আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়ও এটিই। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে দেশের মাঠে প্রথমবার ১০ উইকেটে হারের স্বাদ পেল পাকিস্তান। উল্লেখ্য, পাকিস্তানকে হারানোয় টেস্টে জয় না পাওয়া দলের সংখ্যা কমলো। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই সবার বিপক্ষে জয়ের স্বাদ নেয়া হবে বাংলাদেশের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো পরাশক্তিকে বেশ আগেই টেস্টে হারিয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে সপ্তম টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ। সব মিলিয়ে ১৪৩ টেস্টে এটা তাদের ২০তম জয়।

আগস্ট 25, 2024 - 19:48
 0  5
ঐতিহাসিক জয় আন্দোলনে নিহতদের উৎসর্গ করল- বাংলাদেশ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow