ইসরায়েলি বিমান হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় প্রাণ গেলো আরও এক হিজবুল্লাহ কমান্ডারের। এক বিবৃতিতে, গোষ্ঠীটির এলিট বাহিনী রাদওয়ান ফোর্সের অ্যান্টি ট্যাংক সিস্টেমের কমান্ডার মুহাম্মাদ কামাল নাইমকে হত্যার দাবি করে আইডিএফ। সোমবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে তেলআবিবের এক বিমান হামলায় প্রাণ গেছে তার বলে জানানো হয় বিবৃতিতে। ইসরায়েলে বহু হামলার অভিযোগ রয়েছে কামাল নাইমের বিরুদ্ধে। বহুদিন ধরেই ইসরায়েলি বাহিনীর মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিলেন হিজবুল্লাহ’র এই কমান্ডার। তাকে হত্যা করতে এর আগেও একাধিকবার অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এর আগে, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত হন। এ দাবি করেন ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে তার আগের রাতে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হন। এর মধ্যে পাঁচজন স্বাস্থ্যকর্মী।

অক্টোবর 15, 2024 - 11:59
 0  2
ইসরায়েলি বিমান হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow