এবার ইসরায়েলে ৭০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ

এবার ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ রোববার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ৭০টি রকেট দিয়ে এই হামলা হয়েছে বলে জানায় তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের স্থানীয় সময় বেলা ১১টার দিকে সাইরেন বেজে উঠে। এরপর মুহূর্তেই লেবানন থেকে আসে প্রায় ৭০টি রকেট। এর মধ্যে কয়েকটি আটকে দেয় সামরিক বাহিনী। বাকি রকেটগুলো বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে বলে জানায় আইডিএফ। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছে কিনা তা জানায়নি তারা। হিজবুল্লাহর পক্ষ থেকেও এই হামলার ব্যাপারে জানানো হয়নি কিছুই। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার বেশ কয়েকটি ভিডিও। এতে দেখা যায়, এক ঝাঁক রকেট আসছে ইসরায়েলের আকাশে। এসব রকেট এসে বিভিন্ন জায়গায় পড়ে। আগুন নেভাতে আসতে দেখা যায় দমকল বাহিনীকে।

অক্টোবর 20, 2024 - 18:48
 0  4
এবার ইসরায়েলে ৭০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow