কক্সবাজারে খুলনা সিটির সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি।।। কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে খুলনা সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা হয়। নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি জানান, রাব্বানীর শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনার পরপরই দুর্বৃত্তকে ধরতে পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করেছে। গোলাম রাব্বানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু বলেন, ‘সৈকতের সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু গুলি কে করেছে, তা দেখতে পাইনি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে।’ নিহত গোলাম রাব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি খুলনার দৌলতপুরের বাসিন্দা মো. গোলাম আকবরের ছেলে

জানুয়ারি 10, 2025 - 00:08
 0  1
কক্সবাজারে খুলনা সিটির সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow