কলারোয়ায় সাবেক এমপি হাবিবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

মোর্তজা হাসান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠী পূজার আরাধনা শেষে সন্ধ্যার পরে তিনি কলারোয়ার কয়লা ঘোষপাড়া, কাশিয়াডাঙ্গাসহ বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উৎযাপনে আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির প্রতিটি নেতাকর্মী মণ্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করার প্রত্যয়ে জানান আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। তিনি তালা-কলারোয়ার সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মোশারফ হোসেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, বিএম আফজাল হোসেন পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শনার্থীগণ।

অক্টোবর 10, 2024 - 15:35
 0  7
কলারোয়ায় সাবেক এমপি হাবিবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow