কাঠের কারখানায় বৈদ্যুতিক মেশিনে স্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের।

সাব্বির আলিম দর্শনা, চুয়াডাঙ্গা প্রতিনিধি- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কাজ করার সময় বৈদ্যুতিক মেশিনে স্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার কালিয়াবাড়ি বিশ্বাসপাড়ার একটি কাঠের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন একই এলাকার মৃত রহমান বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠ পালিশের সময় ব্যবহৃত বৈদ্যুতিক মেশিনের তার ছিঁড়ে গিয়ে সেটি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মামুন মেশিনের সংস্পর্শে আসেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, "বিষয়টি আমরা শুনেছি। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" ---

Apr 22, 2025 - 08:31
 0  3
কাঠের কারখানায় বৈদ্যুতিক মেশিনে স্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow