কারাভোগ শেষে দেশে ফিরছেন ৬৪ ভারতীয় জেলে
আলী আজীম, মোংলা (বাগেরহাট): এক মাস ১৬ দিন বাংলাদেশে কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন ভারতীয় ৬৪জন জেলে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেল থেকে ছাড়া পেলে পুলিশ তাদের মোংলায় নিয়ে আসে। সেখান থেকে ভারতীয় পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। মোংলা থানা পুলিশ জানান, গত ১৭ অক্টোবর বঙ্গোপসাগরে ৪টি ট্রলারসহ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে ওই ৬৪ জেলে। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তাদের আটকের পর পুলিশে দেওয়া হয়। পরে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়। ৪৬ দিন কারাভোগের পর তারা ছাড়া পেলে পুলিশ মোংলা নিয়ে আসেন। বিকেলে তারা ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগনার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তারা কাকদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা। জেলেদের নিতে আসা স্বজনরা জানান, দিক ভুল করে ভারতীয় জেলেরা এদেশের জলসীমায় চলে গেলে তাদের আটক করে। পরে ভারত-বাংলাদেশের সমঝোতায় মামলা প্রত্যাহার করে নেওয়ায় এক মাস ১৬ দিন পর তারা ছাড়া পেয়েছেন। মোংলা থানার এসআই হাদিউজ্জামান হাদী বলেন, ভারতীয় জেলেদের আটকের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছিল। বৃহস্পতিবার তারা জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের আমরা তাদের মালামাল বুঝিয়ে দিয়েছি। এ কার্যক্রমের সঙ্গে কোস্ট গার্ডও ছিল।
আপনার অনুভূতি কী?