মসজিদে রাজনৈতিক বক্তব্য দেয়া কেন্দ্র করে মারপিটে আহত তিন, থানায় এজাহার দাখিল 

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি—শ্যামনগরে মসজিদে রাজনৈতিক বক্তব্য প্রদান করা কেন্দ্র করে মারপিটে আহত তিন। এঘটনায থানায় লিখিত ভাবে এজাহার দাখিল হয়েছে, চলছে মামলার প্রস্তুতি। শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশশ্বন গ্রামের কাছারী বাড়ী জামে মসজিদে রাজনৈতিক বক্তব্য প্রদান করা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডের এক পর্য্যায় গত ৩০/০৩/২৫ তারিখে বিকালে মসজিদ সংলগ্ন রাস্তার উপরে মারপিটের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র সস্ত্র ও লাঠি সোটা নিয়ে আহতদের উপর জোর আক্রমন করা হয়। এ ঘটনায় ওই এলাকার গ্রামবাসি মোঃ কওছার গাজী, মোমেনা খাতুন ও নাজমা বেগম গুরুতর আহত হয। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে এঘটনার জের ধরে আহতদের নিকট স্বজন মোঃ হাসান আলী মিস্ত্রী বাদী হয়ে সোনামুগারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ প্রান,ব্রম্ক্ষশ্বশন গ্রামেরমৃত শুকোর আলীর ছেলে মোঃ হোসাইন, সোনামুগারী গ্রামেরমোঃ সাইফুল্লাহর ছেলে ছাত্রলীগনেতা আরিফুল ইসলাম, হাবিবুর রহমান এর ছেরে নিউটন ও হাবিবুর রহমান কে আসামী করে শ্যামনগর থানার লিখিত ভাবে এজাহার দাখিল করেছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেছেন,তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রতিপক্ষরা ঘটনাটি সঠিক নয় বলে দাবী করেছেন।

Apr 3, 2025 - 18:55
 0  2
মসজিদে রাজনৈতিক বক্তব্য দেয়া কেন্দ্র করে মারপিটে আহত তিন, থানায় এজাহার দাখিল 

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow