কুড়িগ্রামে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার।

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম— নাশকতা প্রতিরোধে কুড়িগ্রামে পুলিশের চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নাশকতা, অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানায় পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মো. বজলার রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদের থানা অনুযায়ী তালিকা নিম্নরূপ: কুড়িগ্রাম সদর থানা: ৭ জন রাজারহাট: ২ জন উলিপুর: ৩ জন নাগেশ্বরী: ১ জন ফুলবাড়ী: ৪ জন ভূরুঙ্গামারী: ৫ জন চিলমারী: ২ জন রাজিবপুর: ২ জন রৌমারী: ১ জন কচাকাটা: ২ জন ঢুষমারা: ২ জন মিডিয়া অফিসার বজলার রহমান জানান, “চলমান বিশেষ অভিযানে কুড়িগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত ও পূর্বের মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই জেলা পুলিশের এই অভিযান। কাউকে রাজনৈতিকভাবে টার্গেট না করে কেবলমাত্র আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করা হচ্ছে।” ---

Apr 21, 2025 - 21:15
 0  25
কুড়িগ্রামে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow