কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, অর্থ-মালামাল লুট
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করেছে। প্রায় ২১ বছর পর আবার নদীতে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে রৌমারী থেকে সদর উপজেলায় যাওয়ার পথে নদের দুইশ বিঘা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রৌমারী থানার ওসি লুৎফর রহমান। জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলায় ফজলুল করীম জামিয়া ইসলামিয়া মাদরাসায় ৩ দিনব্যাপী ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে রৌমারীর চরমোনাই পীর সাহেবের অনুসারীরা ইজতেমায় যোগ দিতে নৌকাযোগে রওনা দেয়। পথিমধ্যে চিলমারী উপজেলার নদীর মাঝে দুইশ বিঘা নামক স্থানে ২০ থেকে ২২ জনের একদল ডাকাত নৌকায় হামলা চালায়। এ সময় তারা নৌকার যাত্রীদের মারধর করে এবং মোবাইল ফোনগুলো কেড়ে নিয়ে পানিতে ফেলে দেয়। পরে সবার কাছে থাকা নগদ টাকা ও দামি কিছু জিনিস পত্র নিয়ে চলে যায়। নৌকার মাঝি আবু তালেব জানান আমরা রৌমারী থেকে কুড়িগ্রামের ইজতেমার উদ্দেশে রওনা দেই। পথিমধ্যে হঠাৎ ডাকাত দল হাতে দেশীয় অস্ত্র নিয়ে মারধর করে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। ময়েজ উদ্দিন নামে ভুক্তভোগী একজন ব্যাবসায়ী জানান, একদল ডাকাত নৌকায় অতর্কিতভাবে হামলা চালিয়ে যাত্রীদের মারধর করে। ভয়ে ওই সময় আমার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন তাদের দিয়ে দেই। এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ডাকাতির ঘটনা শুনেছি। তবে ঘটনাটি রৌমারীর মধ্যে না হওয়ায় কিছু করা সম্ভব হয়নি।
আপনার অনুভূতি কী?