ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর যৌথ বিমান হামলা

তেলআবিবে হুতিদের ব্যালিস্টিক মিসাইল ছোড়ার কয়েক ঘণ্টার মাথায় পাল্টা হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) ইয়েমেনের রাজধানী সানায় সিরিজ বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হামলাগুলি সানার আত্তান এলাকা লক্ষ্য করে চালানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কর্মকর্তারা এই ঘটনার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। এদিকে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিদ্রোহী গোষ্ঠী হুথি জানিয়েছে যে সানা ও এর কৌশলগত বন্দরসহ আল হুদাইদাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনী ১৬ বার হামলা করেছে। সেই আক্রমনের প্রতিশোধ হিসেবে, হুথি গোষ্ঠী স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) ভোরে তেল আবিবকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ অনুসারে, হামলায় ২০ জন সামান্য আহত এবং কয়েক ডজন অ্যাপার্টমেন্টের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ডিসেম্বর 22, 2024 - 11:38
 0  5
ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর যৌথ বিমান হামলা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow