নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে ৯০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৫০ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর, আল জাজিরার। স্থানীয় পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু বলেন, এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টার সময় জ্বালানি ট্যাংকারটি উল্টে যায়। এ সময় ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে। ওই সময় স্থানীয় লোকেরা ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে গাড়ি দিকে ছুটে আসেন। সম্ভবত এ কারণে হতাহতের সংখ্যা বেড়েছে। দিবাগত মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে। এর আগে গত মাসে উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়। উল্লেখ্য, নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনার ঘটনা নতুন নয়। দেশটির ফেডারেল রোড সেফটি কর্পস অনুসারে, শুধুমাত্র ২০২০ সালেই ১৫৩১টি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

অক্টোবর 16, 2024 - 17:46
 0  2
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯০

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow