শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৬ অক্টোবর) দেশটির স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটে ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। খবর, রয়টার্স। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো মালাতিয়ার কালে ডিস্ট্রিক্টে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার গভীরে ছিলো এটির উৎপত্তিস্থল। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ভূমিকম্পের পর অনুভূত হয়েছে ৩০টির বেশি আফটার শক। যেগুলো ছিলো দেড় থেকে ৩ মাত্রার শক্তিসম্পন্ন। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে সেখানকার তিনটি ভবন। উল্লেখ্য, দোগানিয়ল শহর থেকে ২০ কিলোমিটার দূরের মালাতিয়ায় ৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষের বসবাস রয়েছে। ভূমিকম্পের প্রভাবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অক্টোবর 16, 2024 - 17:47
 0  2
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow