কেশবপুরে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

আবু জার গিফারী কেশবপুর প্রতিনিধি :- যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার (২ নভেম্বর) সকালে র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয় এবং একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সভাপতিত্ব করেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায় এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের এনামুল হক, খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিঃ এর সভাপতি শিক্ষক মফিজুল ইসলাম, সাতবাড়ীয়া মূল অন্তরায় সমবায় সমিতি লিঃ এর সভাপতি জিএম হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার।অনুষ্ঠানে এ উপজেলায় সমবায় সমিতির কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, তাঁতী সমবায় ক্যাটাগরিতে সাতবাড়ীয়া মূল অন্তরায় সমবায় সমিতি লিমিটেড এবং কৃষিতে খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা আনসার ও , উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, কেশবপুর রিপোর্টার্স ক্লাব এর দপ্তর সম্পাদক আবু জার গিফারী , বেতীখোলা মাদ্রাসার শিক্ষক আফসার উদ্দিন, ইলিয়াস হোসেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

নভেম্বর 2, 2024 - 20:20
 0  5
কেশবপুরে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow