কোটচাঁদপুরে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে স্বাগত মিছিল

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা: ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মত ঝিনাইদহে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। জেলাজুড়ে বিপ্লবী রব উঠেছে। আগমন ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) ঝিনাইদহের সরকারি উজির আলী হাই স্কুল মাঠে জমায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আমীর আলী আজম মোঃ আবু বকর।সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল । ইতোমধ্যে উজির আলী হাই স্কুল মাঠের জনসভার সমাবেশস্থলের কাজ সম্পন্ন হয়েছে। সমাবেশস্থল পরিদর্শন করেছে দলের শীর্ষ নেতৃবৃন্দ। এদিকে আমীরে জামায়াতের আগমনকে স্বাগতম জানিয়ে কোটচাঁদপুর শহরে বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজিজুর রহমান,ও জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম নেতৃত্ব মিছিলটি শহরের বায়তুল মামুর মসজিদ থেকে শুরু হয়ে বাজার হয়ে মেইন বাস স্ট্যান্ড ঘুরে বলুহর বাস স্ট্যান্ড হয়ে শহরের ব্রীজঘাট মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বৃহস্পতিবারের সম্মেলন স্বরণ কালের জনশক্তি ও কর্মীদের উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করেন। এছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, পৌর আমির মাওলানা নাজির আহমেদ, পৌর সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল কাইয়ুম ও সাবেক শিবিরের সেক্রেটারি আহসান হাবিব শামীমসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের জামায়াতে ইসলামির নেতাকর্মীরা স্বাগত মিছিলে অংশগ্রহণ করেন।

অক্টোবর 17, 2024 - 09:53
 0  3
কোটচাঁদপুরে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে স্বাগত মিছিল

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow