ক‍্যাম্পাসকে সন্ত্রাসের আখড়া করা যাবে না: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। যাতে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনযোগী হতে পারে। ক‍্যাম্পাসগুলোকে কোনো ধরনের সন্ত্রাসের আখড়া করা যাবে না। নতুন বাংলাদেশ গড়তে যেন শিক্ষার্থীরা নিরাপদ ক‍্যাম্পাসে থেকে উদ্ধুদ্ধ হয়। শনিবার (৯ নভেম্বর) সকালে প্রেসক্লাবে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব আরও বলেন, জুলাই-আগস্টে ছাত্রদের আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ। ফ‍্যাসিবাদের বয়ান তৈরি করেছে ছাত্রলীগ। পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল ছাত্রলীগ। চাকরির ক্ষেত্রে বৈষম‍্য তৈরি করে রেখেছিল। সাধারণ ছেলেমেয়েদের চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে রাখে। বাংলাদেশকে নিরাপদ করতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করতে হবে বলেও মন্তব্য করেন শফিকুল আলম।

নভেম্বর 9, 2024 - 13:26
 0  2
ক‍্যাম্পাসকে সন্ত্রাসের আখড়া করা যাবে না: প্রেস সচিব

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow