রাজবাড়ীতে ফ্রিজের মাংস রক্ত মিশিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা ব্যবসায়ীর

রাজবাড়ী প্রতিনিধি ঃ ফ্রিজে মাংস সংরক্ষণ করে রক্ত মিশিয়ে বিক্রি করতেন এক মাংস ব্যবসায়ী। শনিবার (২৮ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলা শহরে। দন্ডিত মাংস ব্যবসায়ীর নাম জাফর খা। তিনি একই উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের হোসেন খার ছেলে। পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, পাংশা শহরের রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে মাংস বিক্রি করেন জাফর খা। প্রতিদিন মাংস বিক্রির করার পর যা অবশিষ্ট থাকে তা ফ্রিজে রেখে দিতেন। সতেজ দেখানোর জন্য রক্ত মিশিয়ে বিক্রি করতেন ক্রেতা সাধারণের কাছে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এর সত্যতা পায়। পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল জানান, বিষয়টি জানার পর তারা অভিযান চালিয়ে এর সত্যতা পান। ব্যবসায়ী জাফর খাও বিষয়টি স্বীকার করেন। ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মাংস জব্দ করা হয়। অভিযানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান, পাংশা মডেল থানার এসআই সাজিদ হোসেন প্রমুখ।

ডিসেম্বর 29, 2024 - 18:04
 0  0
রাজবাড়ীতে ফ্রিজের মাংস রক্ত মিশিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা ব্যবসায়ীর

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow