কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষনরোধে ব্যবসায়ীদের করণীয় কর্মশালা

কয়রা(খুলনা) প্রতিনিধি—প্লাস্টিক পলিথিন দূষণ আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের শিশুদের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে তারা ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে অভ্যস্ত হয়। এই সংকট রোধে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণরোধে বাজার কমিটি - ব্যবসায়ীদের করণীয় বিষয়ক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭এপ্রিল) সকাল ১১টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের  সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার  বাস্তবায়নে কয়রা বাজারের ব্যবসায়ীদের নিয়ে এ কর্মশালা  অনু্ষ্ঠিত হয়। কয়রা কপোতাক্ষ কলেজের অবসার প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবনের টিম লিডার নিরপদ মুন্ডার সঞ্চলনায় কর্মশালায় কয়রা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, রুপান্তরের অনুপ রায়, সাংবাদিক ফরহাদ হোসেন, ব্যবসায়ী নজরুল ইসলাম,ইয়াকুব আলী বায়জিদ হোসেন, আঃকাদের, প্রশান্ত  রায়, প্রমূখ।

Apr 17, 2025 - 21:14
 0  2
কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষনরোধে ব্যবসায়ীদের করণীয় কর্মশালা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow