খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩৯ নেতাকর্মী গ্রেফতার।

শেখ মো. নাসির উদ্দীন, খুলনা — সরকারবিরোধী ষড়যন্ত্র এবং দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির অভিযোগে খুলনায় আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও অন্তর্ঘাতমূলক তৎপরতার অভিযোগে ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। রবিবার (২০ এপ্রিল) খুলনা মহানগরীর জিরোপয়েন্ট মোড়, বয়রা মহিলা কলেজ সড়ক এবং শহীদের মোড় এলাকায় হঠাৎ করেই মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। মিছিল চলাকালে নগরবাসীর মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। কেএমপির পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নগরীর হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালিয়ে সোমবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত মিছিল ও বিশৃঙ্খলায় জড়িত ৩৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। কেএমপি সূত্রে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নগরীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে।

Apr 21, 2025 - 21:30
 0  5
খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩৯ নেতাকর্মী গ্রেফতার।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow