লোহাগাড়ায় বিএনপি ঘোষিত ৩১ দফার কর্মি সম্মেলন

লোহাগাড়ায় বিএনপি ঘোষিত ৩১ দফার কর্মি সম্মেলন —মোহাম্মদ মিজান চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধী: ০৪ জানুয়ারি ( শনিবার ) চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার দরবেশ হাট বাজার সংলগ্ন, শাহপীর এবতাদিয়া মাদ্রাসার মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ এই সম্মেলনে সভাপতিত্ব করেন,লোহাগাড়া সদর বিএনপির সভাপতি জনাব ইসমাইল। প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,লোহাগড়া উপজেলা বিএনপি আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। মোঃ আসিফ উদ্দিন'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা উলামা দলের আহ্বায়ক মৌলানা মুজিবর রহমান, মোঃ আবু সেলিম,এ্যাডভোকেট এহছান চট্টগ্রাম জর্জ কোর্ট,লোহাগাড়া উপজেলা বিএনপি সদস্য,আবুল হাসেম,মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইসমাইল হোসেন সাঈদ, মোহাম্মদ রাসেলসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা৷ প্রধান অতিথি লোহাগাড়া উপজেলার বিএনপি আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেন, দেশকে নতুন রুপে সাজিয়ে তুলতে তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন৷ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি'র নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানিয়েছেন তিনি। পরিশেষে তিনি ২৪শে শহীদ হওয়া সকল শহীদ পরিবারের জন্যে দোয়া এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

জানুয়ারি 5, 2025 - 18:48
 0  13
লোহাগাড়ায় বিএনপি ঘোষিত ৩১ দফার কর্মি সম্মেলন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow