বাগেরহাটে আইন শৃঙ্খলা বিষয়ক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে

এস,এম,জাহাঙ্গীর কবির,বাগেরহাটঃ আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আহমেদ কামরুল হাসান, জেলা প্রশাসক, বাগেরহাট মহোদয়। উক্ত জেলা আইন-শৃঙ্খলা সভায় সম্মানিত সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়। সভায় পুলিশ সুপার মহোদয় অত্র জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অক্টোবর 15, 2024 - 10:20
 0  3
বাগেরহাটে আইন শৃঙ্খলা বিষয়ক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow