বাগেরহাটে গঠিত বিশেষ টাস্কফোর্সের বাজার মনিটরিং

মোঃ মিরাজুল শেখ, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখাতে গঠিত বিশেষ টাস্কফোর্স বাজাট মনিটরিং করেন। সোমবার (১৪ অক্টোবর)সাড়ে পাঁচ টার সময় সদরের প্রধান বাজার মনিটরিং এর নেতৃত্ব দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সহ টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা। এ সময় কাচাবাজার,মাংস, ডিম ও মুদি পণ্যের দোকানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এসময় সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান টাস্কফোর্সের সংশ্লিষ্টরা।

অক্টোবর 15, 2024 - 10:19
 0  2
বাগেরহাটে গঠিত বিশেষ টাস্কফোর্সের বাজার মনিটরিং

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow