বাগেরহাটে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, নির্ধারিত স্থান ছেড়ে কাজ শুরু—ক্ষুব্ধ স্থানীয়রা।

মো. মিজানুর রহমান সাগর, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হরিনখানা এলাকায় ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দরপত্র অনুযায়ী নির্ধারিত স্থানে কাজ না করে অন্যত্র শুরু করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, আইডিওআইডিপি প্রকল্পের আওতায় মল্লিক বাড়ীর মোড় থেকে নারায়নবাড়ী পর্যন্ত ৪১৫ মিটার ড্রেন নির্মাণের কথা থাকলেও সিডিউল উপেক্ষা করে অন্যত্র কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, উঁচু ও অপ্রয়োজনীয় স্থানে ড্রেন নির্মাণে তাদের উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। স্থানীয় বাসিন্দা রাকিব মল্লিক বলেন, “যেখানে প্রকৃতপক্ষে ড্রেনের প্রয়োজন, সেখানে না করে অদৃশ্য প্রভাবের কারণে উঁচু জায়গায় কাজ শুরু হয়েছে।” তিনি নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারেরও অভিযোগ তুলেন। এলাকার অন্য বাসিন্দা সিদ্দিক মল্লিক, মো. রবিউল ইসলাম ও ইব্রাহীম হাওলাদার জানান, বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, কিন্তু সেই সমস্যার সমাধান না করে অকারণে অন্যত্র কাজ করা হচ্ছে। তারা অনিয়মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ বিষয়ে বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টিএম রেজাউল হক রিজভি জানান, “আইডিওআইডিপি প্রকল্পের আওতায় ৪১৫ মিটার ড্রেনের কাজ সঠিকভাবে কার্যাদেশ মেনে দ্রুত সম্পন্ন করা হবে।”

Apr 25, 2025 - 20:44
 0  3
বাগেরহাটে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, নির্ধারিত স্থান ছেড়ে কাজ শুরু—ক্ষুব্ধ স্থানীয়রা।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow