আমতলীতে দেবতার নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক দম্পতি আটক।

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় মা মনষার দেবতার নামে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিথী আক্তার (৩০) ও তার স্বামী মো. বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত দম্পতির বাড়ি তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামে হলেও বিথীর পিতার বাড়ি আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে। প্রায় দুই বছর ধরে তারা বিভিন্ন রোগের সমাধানের নামে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে অর্থ আদায় করে হঠাৎ উধাও হয়ে যেত। বুধবার সকালে আমতলী থানার সামনে বিথী ও বাবুলকে দেখতে পান ভুক্তভোগী মো. সুমন। তিনি স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শতাধিক ভুক্তভোগী সেখানে জড়ো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্যানেল চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন আমতলী থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। ভুক্তভোগী বজলুর রহমান বলেন, “আমার নাতি জন্ম থেকে বাকপ্রতিবন্ধী, তাকে কথা বলানোর আশ্বাস দিয়ে ১৫ হাজার টাকা নিয়েছে।” আরেক ভুক্তভোগী শিরিনা জানান, “আমার ব্যক্তিগত সমস্যার সমাধান করে দেবে বলে ২০ হাজার টাকা নিয়েছে।” অনেকে অভিযোগ করেছেন, ৫ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছে। আটক বিথী আক্তার স্বীকার করেছেন যে তিনি মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, তবে তার দাবি, মানুষ খুশি হয়ে টাকা দিয়েছেন। এ বিষয়ে আমতলী থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা তাদের থানায় নিয়ে এসেছি।” থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, “ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মে 8, 2025 - 08:59
 0  4
আমতলীতে দেবতার নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক দম্পতি আটক।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow