কালিগঞ্জে যুবদল নেতা জি এম রবিউল্যাহ বাহারের চাচা আমির আলী গাজীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: এস এম তাজুল হাসান সাদ  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএম রবিউল্যাহ বাহারের চাচা ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন তুহিনের শ্রদ্ধেয় পিতা আমির আলী গাজীর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। কিডনি জনিত সমস্যার কারনে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১০ টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আসরের নামাজের পর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গাজীবাড়ী ঈদগাহ ময়দানে আলহাজ্ব মাওলানা মহিবুল্লাহ ইমামতিতে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির বিএনপির যুগ্ম আহবায়ক এম মনিরুজ্জামান মনি, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কাজী আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে তাজুল হাসান। এছাড়া কৃষ্ণনগর ইউনিয়ন সহ কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আশা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্ব সর্বস্তরের জন সাধারণ। তার মৃত্যুতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত প্রার্থনা করেছেন।

ফেব্রুয়ারি 14, 2025 - 20:32
ফেব্রুয়ারি 14, 2025 - 23:34
 0  23
কালিগঞ্জে যুবদল নেতা জি এম রবিউল্যাহ বাহারের চাচা আমির আলী গাজীর দাফন সম্পন্ন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow