সাংবাদিক মাহামুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন।
সংবাদদাতা: স্টাফ রিপোর্টার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহামুদুর রহমানসহ পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ঝিকরগাছা পাঠকমেলার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শফিউল আজম রুমি। তিনি মাহামুদুর রহমানসহ সারাদেশে মিথ্যা মামলায় অভিযুক্ত সকল সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইলিয়াস উদ্দীন, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মনিরুজ্জামান, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বিল্লাল হুসাইন এবং শার্শা প্রেসক্লাবের সাংবাদিক আতিকুজ্জামান রিমু। সভাপতির বক্তব্যে মাস্টার আশরাফুজ্জামান বাবু ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি, হামলা ও মিথ্যা মামলা বন্ধের আহ্বান জানান। মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের ইসমাইল হোসেন, জাফর ইকবাল, সুজন মাহমুদ, শাহাবুদ্দিন মোড়ল, রেজওয়ান কবীর, মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সুমন হোসেন, দাউদ হোসেন, শাকিল হোসেন, রাফিন আহম্মেদ, তৌহিদ হোসেন, মাসউদুল সুমন, টিটো শাকিলসহ আরও অনেকে।

আপনার অনুভূতি কী?






