প্রেমের প্রতারণা: বিয়ের প্রলোভনে বাড়িতে নিয়ে প্রেমিকাকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকা জুলেখা খাতুন রুলি (৩০) কে বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুঠিয়া ইউপির সদস্য সাঈদ ইকবাল রুবেলের বিরুদ্ধে। অভিযোগকারিণী জুলেখা সম্পর্কে অভিযুক্ত রুবেলের চাচী। বর্তমানে আহত জুলেখা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল জুলেখা ও রুবেলের মধ্যে। বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করেন জুলেখা। মঙ্গলবার বিকেলে রুবেল তাকে বিয়ের আশ্বাস দিয়ে রাজশাহীতে খালার বাড়িতে নিয়ে যান। সেখানে খালার আপত্তির মুখে রাতেই তাকে পুঠিয়ার কান্দ্রা গ্রামের নিজ বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরে রুবেল ও তার স্ত্রী মায়া মিলে জুলেখাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ করেন জুলেখা। এ বিষয়ে রুবেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে রুবেলের স্ত্রী মায়া প্রেমিকা জুলেখাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় দুই পক্ষ মৌখিকভাবে থানায় অবগত করেছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার অনুভূতি কী?






