শ্রমিক নেতা ইউনিয়ন সভাপতি ইউনুস আলীর ওপর হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ।
মো: শাহিন মিয়া, সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের তারাপুর ইউনিয়ন সভাপতি ইউনুস আলীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মীরগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার। সভা পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন মিয়া। সভায় আরও বক্তব্য দেন গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান মো. নয়া মিয়া, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান ও পৌর আমীর একরামুল হক। বক্তারা বলেন, ইউনুস আলীর ওপর হামলা শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়, এটি পুরো সংগঠনের ওপর আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি না দিলে শ্রমিক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। তারা আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য গত ২৩ এপ্রিল দুপুরে মীরগঞ্জ হাট অটোস্ট্যান্ড এলাকায় ইউনুস আলীর ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা ইউনুস আলীকে মারধর করে, পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে

আপনার অনুভূতি কী?






